Rules Set
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং যেকোনো ডিপ্লোমা শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে রেজিস্ট্রেশন করতে হবে, দলগত নয়।
রেজিস্ট্রেশন-এর তারিখ শেষ হওয়ার পূর্বেই রেজিস্ট্রেশন করতে হবে এবং প্রত্যেক পরীক্ষার্থীকে রেজিস্ট্রেশন বাবদ ৫০ টাকা (বিকাশ/নগদ - 01727178614) দিতে হবে।
অংশগ্রহণ করলেই প্রত্যেক পরীক্ষার্থী একটি করে সার্টিফিকেট, একটি ফাইল এবং একটি আকর্ষণীয় কলম পাবে।
পরীক্ষার্থীরা কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না, নিয়ে আসলে তা প্রতিনিধির কাছে জমা রাখতে হবে।
ক্যালকুলেটর নিয়ে আসতে পারবে না।
কোনো পরীক্ষার্থী কোনো অনৈতিক কাজ করলে তাকে বহিষ্কার করা হবে।
প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড নিয়ে আসতে হবে।
পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে উপস্থিত থাকতে হবে।
উত্তরপত্রে নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং প্রয়োজনীয় তথ্যসমূহ নির্ভুলভাবে লিখতে হবে। ভুল তথ্যের জন্য উত্তরপত্র বাতিল হতে পারে।
পরীক্ষা শুরুর পূর্বেই নির্দিষ্ট বুথ থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করে সিট গ্রহণ করতে হবে।
বিঃ দ্রঃ যথাযথ কারণবশত অলিম্পিয়াড কমিটি সময়, তারিখ, নিয়মকানুন ইত্যাদি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে।